আওয়ার ইসলাম: ইয়েমেনের যুদ্ধ অবসানে এবার এগিয়ে এসেছে যুক্তরাজ্য।এ যুদ্ধ চলে আসছে ৪ বছর ধরে।
সোমবার (৫ নভেম্বের) ইয়েমেনের চলমান মানবিক বিপর্যয় সামালাতে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ।
জাতিসংঘের ইয়েমেন দুতের সাথে সম্মতি জানিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতি দেন। তিনি বিতৃতিতে বলেন, বিবাদমান পক্ষগুলোকে সামরিক শক্তি ব্যবহারের পরিবর্তে রাজনৈতিক সমাধানে আসা উচিৎ।
অন্যদিকে গত এক সপ্তাহে ইয়েমেনের প্রধান বন্দর হোদেইদাহ দখলে একের পর এক বিমান হামলা চালাচ্ছে সৌদি জোট।
সংঘর্ষে হুতি ও সৌদি জোটের ১৫০ জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ২০১৪ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে ইয়েমেনে প্রাণ গেছে ১০ হাজার মানুষের।
চলতি সপ্তাহে এক প্রতিবেদনে জাতিসংঘ সতর্ক করে বলে, ইয়েমেনের শিশুরা পৃথিবীতেই দোযখের শাস্তি ভোগ করছে।
আরো পড়ুন- সাইফুল ইসলামের মৃত্যুতে হাইয়াতুল উলইয়ার শোক