শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

মাওলানা সামিউল হকের স্থলাভিষিক্ত হলেন ছেলে হামিদুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তান দারুল উলুম হক্কানিয়ার প্রিন্সিপাল, দিফায়ে পাকিস্তান কাউন্সিলের সাবেক চেয়ারম্যান, জামিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা সামিউল হকের মৃত্যুতে পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম (এস) এর ভারপ্রাপ্ত আমির নিযুক্ত হয়েছেন তার ছেলে মাওলানা হামিদুল হক।

মাওলানা সামিউল হকের মৃত্যুর পর জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা এক বৈঠকে মাওলানা হামিদল হককে আমির নিযুক্ত করেন।

মাওলানা আনোয়ারুল হক, মাওলানা ইউসুফ শাহসহ অন্যান্য নেতাদের উপস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানায় পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সপ্রেস নিউজ।

বৈঠকের সিদ্ধান্তের পর মাওলানা সামি উল হকের ছেলে মাওলানা হামিদুল হককে আমির করার বিষয়টি নিশ্চিত করেন জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র নেতা মাওলানা বশির আহমদ।

মওলানা হামিদুল হক বলেন, দলের অন্যান্য নেতাদের নিজ নিজ পদ বহাল থাকবে।

মাওলানা হামিদুল হক মাওলানা সামিউল হকের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, আমার বাবা সবসময় পাকিস্তানকে একত্রিত করতে চেয়েছিলেন, তার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এটা সরকারের দায়িত্ব।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর আততায়ীর হাতে ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হয়ে নিজ বাসায় নিহত হয়েছেন মাওলানা সামিউল হক। তার মৃত্যুতে পাকিস্তান সরকার প্রধানসহ সাবেক-বর্তমান অনেক রাজনৈতিক ব্যক্তি ও আলেম শোক প্রকাশ করেন।

মাওলানা সামিউল হক জমিয়তে উলামায়ে ইসলাম (এস) এর প্রধান ছিলেন। দলটির অপর অংশের প্রধান মাওলানা ফজলুর রহমান।

সূত্র: এক্সপ্রেস নিউজ

আরও পড়ুন: মাওলানা সামিউল হক কে ছিলেন?


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ