আওয়ার ইসলাম: পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা সামিউল হক হক্কানি সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় রাওয়াল পিন্ডির নিজ বাসায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় তিনি নিহত হন বলে জানিয়েছে বিবিসি উর্দু।
স্থানীয় পুলিশ জানায়, শুকবার তিনি বাসায় আসার পর আর কেউ সেখানে ছিল না। তার ড্রাইভার তাকে বাসায় রেখে বাইরে গেলে এ হত্যাকাণ্ড হয় বলে জানা যায়।
পুলিশ জানায়, মাওলানা সামিউল হককে বাসায় রেখে ড্রাইভার কিছুক্ষনের জন্য বাইরে যান। ফিরে এসে দেখেন তাকে হত্যা করে মেঝেতে ফেলে রাখা হয়েছে।
মাওলানা সামিউল হকের ছেলে মাওলানা হামিদুল হক বলেন, শুক্রবার সন্ধ্যায় তার অশীতিপর বাবা যখন নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন, তখন আততায়ী তাকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মাওলানা হামিদ বলেন, তাকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করা হয়েছে। হত্যাকারীকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার উদ্দেশ্যও জানা যায়নি। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের তদন্ত শুরু হয়েছে।
মাউলানা সামিউল হক দারুল উলূম হক্কানিয়া মাদরাসার প্রধান ছিলেন। যেখানে কয়েক হাজার ছাত্র দীনি শিক্ষা গ্রহণ করতো। ১৯৮৪-১৯৯১ ও ১৯৯১-১৯৯৭ সাল পর্যন্ত তিনি দেশটির সিনেট সদস্য ছিলেন।
ক্ষমতাসীন তেহরিকে ইনসাফ পার্টির সঙ্গে তার সুসম্পর্ক ছিল। প্রধানমন্ত্রী ইমরান খান তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।