আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইন রাজ্য রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য এখনো উপযুক্ত নয় দাবি করে, নভেম্বরের প্রত্যাবাসন প্রক্রিয়া স্থগিতের আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা-হিউম্যান রাইটস ওয়াচ।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি বলছে, রাখাইনে রোহিঙ্গাদের জীবন ও স্বাধীনতার সম্ভাবনা এখনো হুমকির মুখে। প্রত্যাবাসনের আলোচনা চালিয়ে গেলেও, রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নেয়নি মিয়ানমার সরকার।
একদিন আগে, একই অভিযোগে প্রত্যাবাসন স্থগিতের আহ্বান জানায় জাতিসংঘ। সংস্থাটির অভিযোগ, প্রত্যাবাসনে সাম্প্রতিক চুক্তি নিয়ে কোনো আলোচনা করেনি ঢাকা- নেপিদো।
সম্প্রতি ঢাকায় বাংলাদেশ ও মিয়ানমারের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক শেষে জানানো হয়, নভেম্বরের মাঝামাঝি মিয়ানমারে ফিরবে রোহিঙ্গাদের একাংশ।
মহানবির কটূক্তিতে ফাঁসির আদেশ হওয়া আছিয়া বিবির বেকসুর খালাস!