আওয়ার ইসলাম: নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগি উগ্রবাদে জড়িত ছিলেন বলে মন্তব্য করেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনার এবং নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান। খাশোগি মুসলিম ব্রাদারহুডের সদস্য বলেও দাবি করেন তিনি।
সাংবাদিক জামাল খাশোগি হত্যার এক মাসেও মেলেনি মরদেহ। এ নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে সৌদি আরবের রাজ পরিবার।
এ অবস্থায় খাশোগি ইস্যুতে বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের দুই উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা বলেন, সৌদি সিংহাসনের উত্তরসূরি মুহাম্মদ বিন সালমান।
ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে জানান, নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদার হুডের সদস্য খাশোগি ভয়ংকর উগ্রবাদী। বিদেশে বসে তিনি সৌদি বিদ্বেষী প্রচারণা চালাচ্ছিলেন বলেও অভিযোগ যুবরাজের।
এই খবর প্রকাশের পরপরই তীব্র প্রতিবাদ করেন খাশোগির স্বজনেরা; বলেন, সৌদি যুবরাজের অভিযোগ হাস্যকর।
খাশোগির বাগদত্তা হেতিজ চেঙ্গিজ বলেন, খাশোগি মারা গেছেন, মরদেহ না পাওয়া পর্যন্ত এটা বিশ্বাস করতে পারবো না। সৌদি সরকারকে এ ঘটনার প্রমাণ দেখাতে হবে। কীভাবে কোন প্রক্রিয়া তাকে হত্যা করা হয়েছে তা প্রকাশ করতে হবে।
তুর্কি-আরব মিডিয়া অ্যাসোসিয়েশন নির্বাহী পরিচালক ফেইত ওকে বলেন, এ হত্যাকাণ্ডে সৌদি আরব একা জড়িত নয়। আমাদের দাবি, কেবল আটক ১৮ সন্দেহভাজন নয়, যে বা যারা এর নির্দেশদাতা, তাদেরও বিচারের মুখোমুখি করতে হবে।
এদিকে, খাশোগি হত্যায় তুরস্কের তদন্ত দল বলছে, মরদেহ টুকরো করে অ্যাসিড দিয়ে গলিয়ে ফেলেছে খুনিরা।
এই হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার আইফেল টাওয়ারের বাতি কিছু সময়ের জন্য বন্ধ রাখে ফ্রান্স। এসময় গণমাধ্যমের স্বাধীনতা ও খাশোগি হত্যার বিচার দাবি করেন প্রতিবাদকারীরা। সূত্র: সিএনএন
মহানবির কটূক্তিতে ফাঁসির আদেশ হওয়া আছিয়া বিবির বেকসুর খালাস!