আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকার আগামীতে যে নির্বাচন করতে চাচ্ছে সেখানে খালেদা জিয়া এবং বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে চায়।
তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি, জাতীয় ঐক্যফ্রন্টের যে ৭ দফা দাবি তা মেনে নিয়ে এদেশে একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন চাই।’
আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়ানোর প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে এ মন্তব্য করেন খন্দকার মোশাররফ।
এ সময় সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আর যদি ৭ দফা দাবি মেনে না নেওয়া হয় তাহলে দেশে যে অরাজকতা, অনিশ্চয়তার সৃষ্টি হবে তার জন্য সরকারকেই দায়-দায়িত্ব নিতে হবে।’
দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে এনে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘যখন বেগম খালেদা জিয়া ও ২০-দলীয় জোট বয়কট করেছিল, তার জন্য সেই নির্বাচন হয় নাই।
বেগম জিয়া ও ২০ দলের অংশগ্রহণ ছাড়া আগামী নির্বাচনও অংশগ্রহণমূলক হবে না, এদেশের মানুষ হতে দেবে না। তাই গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে মুক্ত করে এবং মুক্ত খালেদা জিয়াকে নিয়ে আগামী নির্বাচনে যেতে চাই। এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।’
মানববন্ধনে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ আরো অনেকে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসবেন ঐক্যফ্রন্টের ১৬ নেতা
-এটি