আওয়ার ইসলাম: আগামী নির্বাচন সামনে রেখে সংলাপের জন্য ঐক্যফ্রন্টকে চিঠি দিয়েছে সরকার। চিঠিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে শেখ হাসিনার স্বাক্ষরিত এ আমন্ত্রণপত্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ড. কামাল হোসেনের বাসায় পৌঁছে দেন।
এছাড়াও সোমবার রাত ৮টার দিকে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে ফোন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনিও সংলাপের ব্যাপারে জানান।
ওবায়দুল কাদের জানতে চান সংলাপে ঐক্যফ্রন্ট থেকে কতজন অংশ নেবেন তা জানতে চাইলে জবাবে ১৫-২০ জনের প্রতিনিধিদল অংশ নেবে বলে জানান মহসিন।
উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের আহ্বান জানিয়ে সাত দফা দাবি এবং ১১টি লক্ষ্যসংবলিত চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।
ঐক্যফ্রন্টের সঙ্গে ওবায়দুল কাদেরের ফোন, সংলাপ হতে পারে গণভবনে
-আরআর