আওয়ার ইসলাম: ইসরায়েলের নারী মন্ত্রীর সম্প্রতি আবুধাবির মসজিদ পরিদর্শনের ছবি নিয়ে বিশ্ব জুড়ে নিন্দার ঝড় উঠছে।
প্রতিদিন যে রাষ্ট্রের দখলদার বাহিনী কেড়ে নিচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের প্রাণ, যে অবৈধ রাষ্ট্র টিকিয়ে রাখতে গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দেয়া হয়েছে শিয়া-সুন্নিতে রক্তপাত, সেই ইসরায়েলের মন্ত্রী ঢুকলেন মুসলিমদের প্রার্থনাগৃহে।
তাও আবার ইহুদি বা খ্রিস্টানপ্রধান কোনও দেশে নয়। মুসলিমপ্রধান দেশ সংযুক্ত আরব আমিরাতে ঘটেছে এ ঘটনা।
নিজে সমকামিতা সমর্থক হলেও মাথায় ওড়না জড়িয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানি আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ বিন সুলতান মসজিদে ঘুরে বেড়ান ইসরায়েলের সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিরি রেগেভ।
আমিরাতের পোশাক পরা অবস্থায় থাকায় মসজিদের ইমাম বা মুসল্লিরাও বুঝতে পারেননি, অতিথি যে একজন ইহুদি।
লিকুদ পার্টির এই নেত্রী একসময় ছিলেন সেদেশের সশস্ত্র বাহিনীর ব্রিগেডিয়ার। ২০০৬ সালে লেবাননের ইসলামি প্রতিরোধ বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে সক্রিয়ভাবে অংশও নেন তিনি।
মিরি রেগেভের মসজিদ পরিদর্শনের ছবি প্রকাশ করে টাইমস অফ ইসরায়েল বলেছে, এটাকে নিজেদের জন্য বড় বিজয় হিসেবে গণ্য করছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের আরেক মুসলিম দেশ ওমানে রাষ্ট্রীয় সফরে যাওয়ার একদিন পরই সংযুক্ত আরব আমিরাতে যান রেগেভ।
এ বছর আবুধাবিতে জুডো প্রতিযোগিতায় ইসরায়েলের প্রতিযোগীদের অংশ নেয়ার অনুমতি দিয়েছে আরব আমিরাত সরকার। এই প্রতিযোগিতায় অতিথি হিসেবে অংশ নেন ইসরায়েলি ওই মন্ত্রী। তিনি আমিরাতের জুডো ফেডারেশনের প্রধানের সঙ্গে বৈঠক শেষে করমর্দনও করেন।
আরব আমিরাত বহু দিন ধরেই দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সব ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে। এর আগে সম্পর্কের ক্ষেত্রে রাখঢাক করা হলেও এবার তা করা হয়নি।
ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ দখলকারী ইসরায়েলের সঙ্গে কোনও ধরনের সম্পর্ক রাখবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ ছিল মুসলিম বিশ্ব।
কিন্তু সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যেরই বিভিন্ন দেশ তাদের সুর পাল্টাতে শুরু করেছে। মিসরের সঙ্গে অবৈধ রাষ্ট্রটির সম্পর্ক আরও আগে থেকেই আলোচিত।
২০১৭ সালের নভেম্বরে মুসলিম পোশাকে মদিনায় পবিত্র মসজিদে নববী পরিদর্শন করেন বেন তিওন নামের ইসরায়েলি একজন ইহুদি।
এদিকে এ ছবি বিশ্ব গণমাধ্যমে প্রকাশ হলে মুসলিমদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। নিন্দা প্রকাশ করে গণমাধ্যমে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
আরও পড়ুন-
সংবর্ধনা বিষয়ে কোনো অপপ্রচারে কান দেবেন না: প্রস্তুতি সভায় আলেমগণ
‘বেফাকভুক্ত কোনো মাদরাসা মাওলানা সাদ অনুসারী হলে বহিস্কার’
এটি/আওয়ার ইসলাম