আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর একটি যাত্রীবাহী বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়েছে।
লায়ন এয়ার বোয়িং ৭৩৭ নামের বিমানে যাত্রী ছিলেন ১৮৮ জন। তারা কেউ বেঁচে আছে কী না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ফ্লাইট জেটি-৬১০ স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তা থেকে পাংকল পিনংয়ের উদ্দেশে যাত্রা করে। উড্ডয়নের কয়েক মিনিট পরপরই এটি নিয়ন্ত্রণ কক্ষ এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উড্ডয়নের এক ঘণ্টা পরই বিমানটির সেখানে অবতরণের কথা ছিল।
দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার মুখপাত্র ইউসুফ লতিফ জানিয়েছেন, এটি নিশ্চিত যে প্লেনটি বিধ্বস্ত হয়েছে। সূত্র: বিবিসি
৭ বছরে নেপালে ১৫টি প্লেন বিধ্বস্ত
-এআর