আওয়ার ইসলাম: পাঁচ দিনের সফরে চীন যাচ্ছেন আওয়ামী লীগের ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল।২৮ অক্টোবর এ প্রতিনিধি দল চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানা গেছে।
চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা দেশটিতে যাচ্ছেন বলে জানিয়েছে আওয়ামী লীগ। এ সফরে দেশের বিভিন্ন বিষয়েও আলোচনা হতে পারে। চলমান রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হতে পারে।
এই সফরে যাচ্ছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য গোলাম রাব্বানী চিনু, এবিএম রিয়াজুল কবির কাওছার, পারভীন জাহান কল্পনা, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, মেরিনা জাহান, রেমন্ড আরেং এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য তরুণ কান্তি দাশ।
প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বার্তা পৌঁছাবেন সেখানে।
গতবছরের ১৯ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চীন সফরে গিয়েছিল আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল। একইভাবে আওয়ামী লীগের আমন্ত্রণেও চীনের ক্ষমতাসীন দলের উচ্চপদস্থদের প্রতিনিধি দল কয়েকবার ঢাকা সফর করেছেন।
১ বছর চিকিৎসাধীন থাকার পর চলে গেলেন লেখক মুহাম্মদ রাশিদুল হক
-আরআর