আওয়ার ইসলাম: বাংলাদেশি নাগরিকদের জন্য ‘অনঅ্যাইরাভাল’ ভিসা দেবে চীন। সকাল থেকে শুরু হওয়া বাংলাদেশ-চীন স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ বিষয়ে সম্মত হয় দেশটি।
শুক্রবার (২৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ও পার্টি কমিটির সম্পাদক ঝাও কেঝি।
বৈঠকে দুই দেশের নিরাপত্তা বিষয়ক আলোচনা হয়। সন্ত্রাস দমনে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান প্রদানেরও আলোচনা হয় বলে জানা গেছে।
তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী। তার সঙ্গে সফরে আসে দেশটির ২৪ সদস্যের প্রতিনিধি দল।
রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস চীনের
-আরআর