আওয়ার ইসলাম: ডিসেম্বরের মধ্যেই কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শেষ করতে চায় বলে জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘নির্বাচনের তারিখ নিয়ে এখনও কোনো আলোচনাই হয়নি। কবে নির্বাচন হবে এটা এখনি বলা যাচ্ছেনা।’
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে জানান হেলালুদ্দীন আহমদ।
সংবাদ মাধ্যমে তফসিল ও নির্বাচনের তারিখ প্রকাশ করে সংবাদ প্রকাশের বিষয়ে ‘এটা সঠিক নয়’ জানিয়ে তিনি বলেন, ‘কেউ এই বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদেরকে অনুরোধ করব তারা যেন বিভ্রান্তি না ছড়ায়।’
সংবাদ মাধ্যমে প্রকাশিত সময়ে তফসিল ও নির্বাচন হবে কি না- এমন প্রশ্নে হেলালুদ্দীন বলেন, ‘এসব বিষয় নিয়ে আলোচনাই হয়নি। তফসিল কবে হবে বা কবে নির্বাচন হবে এগুলো নিয়ে আলোচনাই হয়নি।
১ নভেম্বর বিকেল চারটায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে কমিশন। তারপর নির্বাচনের তফসিল ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে।’
রেওয়াজ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে থাকেন বলে জানিয়ে নির্বাচন কমিশন সচিব বলেন, ‘৪ নভেম্বর কমিশন সভায় বসব কি না-সেটা এখনও ঠিক হয়নি। ১ নভেম্বর আমরা জানতে পারব কবে বৈঠকে বসব।’
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘নির্বাচনের সম্ভাব্য তারিখ এখনি বলা যাচ্ছে না।
কারণ আপনারা জানেন, একজন নির্বাচন কমিশনার (মাহবুব তালুকদার) দেশের বাইরে রয়েছেন। উনি আসলে পরে সবাই মিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা আশা করছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা হবে।’
আরো পড়ুন-
প্রস্তুত হচ্ছে ইসি, সপ্তাহ ঘুরলেই চূড়ান্ত মুহূর্তের ক্ষণ গণনা শুরু
মধ্যপ্রাচ্যকে উন্নত দেখার আগে আমি মরতে চাই না: যুবরাজ
আজ বিএনপিতে যোগ দিচ্ছেন ‘সংস্কারপন্থী’ ১০ নেতা