আওয়াার ইসলাম: ঢাকার কেরানীগঞ্জের কারাগারে নেয়া হয়েছে তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মইনুল হোসেনকে। সেখানে তাকে সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে ।
মইনুল ‘আমদানি ওয়ার্ড’ নামে পরিচিত ওয়ার্ডটিতে আরো ৪০ জন সাধারণ বন্দির সঙ্গেই কারাযাপন করছেন বলে জানা গেছে। সেখানে কোনো খাট কিংবা চেয়ারের ব্যবস্থাও নেই।
কোনো বন্দিকে আনার পরপরই ‘আমদানি ওয়ার্ডে’ নেয়া হয়। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী তার স্থান ঠিক হয়।
ইংরেজি দৈনিক নিউ নেশনের সম্পাকমণ্ডলীর সভাপতি ব্যরিস্টার মইনুলের বিষয়ে আদালতের কোনো নির্দেশনা না থাকায় তাকে আমদানি ওয়ার্ডে রাখা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্মকর্তারা।
সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির ঘটনায় রংপুরে করা একটি মানহানির মামলায় সোমবার রাতে ঢাকার উত্তরা থেকে মইনুলকে গ্রেপ্তার করে পুলিশ। সরকারবিরোধী জাতীয় ঐক্যফ্রন্টে সক্রিয় মইনুলকে গ্রেপ্তার করা হয় ফ্রন্টনেতা আ স ম রবের বাড়ি থেকে।
মঙ্গলবার দুপুরে মইনুলকে ঢাকার আদালতে নেওয়া হয়। তার পক্ষে জামিনের আবেদন হলেও তা নাকচ করে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
‘উচ্চ মহলের’ নির্দেশেই ব্যারিস্টার মইনুলকে গ্রেপ্তার: রিজভি
এসএস