আমিনুল ইসলাম হুসাইনী: লিভিং আর্ট' বা জীবন্ত শিল্পকলা হিসেবে পরিচিত ক্যালিগ্রাফির নান্দনিক উপস্থানে ভারতের জয়পুর রাজ্যে অনুষ্ঠিত হয়ে গেল 'আন্তর্জাতিক ক্যালিগ্রাফি প্রদর্শনী ২০১৮'।
গত ১৭ অক্টোবর ভারতের জওহরলাল কেন্দ্রে শুভ উদ্বোধন এই প্রদর্শনীর। ১৭-২১ এই ৫দিনের প্রদর্শনীতে অংশগ্রহণ করে ২৪ টি দেশ। বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করেছেন ক্যালিগ্রাফার মাহবুব মুর্শিদ।
উল্লেখ্য, বাংলাদেশে যে কয়েকজন শিল্পী ক্যালিগ্রাফি শিল্প নিয়ে চর্চা ও নিরীক্ষা করে যাচ্ছেন তাদের মধ্যে শিল্পী মাহবুব মুর্শিদ অন্যতম। শিল্পী মাহবুব মুর্শিদের ক্যালিগ্রাফি পেইন্টিং দেশের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান,ব্যাংক,হাসপাতালসহ নানা স্থানে শোভা পাচ্ছে।
এছাড়া ইরান কালচারাল সেন্টারের আমন্ত্রণে ইরানে ভ্রমণ করেছেন এবং ইন্ডিয়ার আজমীর শরীফেও তার ক্যালিগ্রাফি প্রদর্শিত হয়েছে।
বর্তমানে এই শিল্পী একটি একক ক্যালিগ্রাফি পেইন্টিং প্রদর্শনী করার জন্য রঙ-তুলি আর নানা মাধ্যম নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
আরও পড়ুন: অ্যারাবিক ক্যালিগ্রাফিতে ধর্মীয় প্রশান্তি অনুভব করি: আফসানা মিমি
-এআর