আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার তরুণদের জন্য প্রযুক্তি নির্ভর দেশ গড়তে চায়। আর এ জন্য আমরা কাজ করছি।
তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মনযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। প্রযুক্তি সম্পর্কে আরও জানতে হবে।
রোববার সকালে গণভবনে মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার আরেকটি পদক্ষেপ আমরা নিচ্ছি। একটা সিম থেকে যেকোনো অপারেটরে আরেকটা সিমে নাম্বার পরিবর্তন করা বা একটা অপারেটর থেকে আরেকটা অপারেটরে যাওয়ার যে আধুনিক প্রযুক্তি পৃথিবীর খুব সীমিত দেশ এটা ব্যবহার করে। আমরা সেই যুগে প্রবেশ করছি।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ১ অক্টোবর থেকে তারিখ থেকে বাংলাদেশে পরীক্ষামূলকভাবে বাণিজ্যিকভাবে বহুল প্রতীক্ষিত এমএনপি সেবা চালু করা হয়। ফলে গ্রাহকরা তার নম্বর অপরিবর্তিত রেখেই যে কোনো কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করতে পারছে।
বর্তমানে ৭২ দেশে এমএনপি সেবা চালু রয়েছে। বাংলাদেশ এমএনপি সেবা দেয়া ৭২তম দেশ হয়েছে। পাকিস্তানে ২০০৭ সালে ও ভারতে ২০১১ সালে এ সেবা চালু করা হয়।
সিমের নম্বর ঠিক রেখে কম্পানি পরিবর্তন করবেন যেভাবে
-আরআর