আওয়ার ইসলাম: জোট করতে গিয়ে ভাঙনেরই মুখে পড়ছে দলগুলো। ২০ দল থেকে দুটি দলে ভাঙনের পর এবার ভেঙে গেল বিকল্পধারাও।
জানা গেছে, শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীকে অব্যাহতি দিয়েছে অপর গ্রুপ।
দলটি নুরুল আমীন বেপারীকে সভাপতি ও শাহ আহমদ বাদলকে মহাসচিব করে নতুন কমিটি ঘোষণা করেছে।
শুক্রবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের এ কথা জানান নুরুল আমীন ও বাদল।
সংবাদ সম্মেলনে শাহ আহমদ বাদল বলেন, বহিস্কৃত এ তিনজন বাতে বাকি সবাই আমাদের সঙ্গে আছেন। শিগগিরই আমাদের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের মাধ্যমে এই ঘোষণা দেশ ও জাতিকে জানানোর জন্য আমরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলাম। কিন্তু দুঃখজনক হলো আমাদের বৈধ অনুমতি থাকলেও হঠাৎ করে কারও কালো ইশারায় আমাদের সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।
আমাদের মূল লক্ষ্য হলো দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা বলে জানান বাদল।
কিছু মানুষ রাতের অন্ধকারে সরকারের সঙ্গে আঁতাত করে মানুষকে বিপদে ঠেলে দিতে চায় উল্লেখ করে তিনি বলেন, এমন অবস্থা থেকে বিকল্পধারার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আজ সকালে বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, এম এ মান্নান ও মাহী বি. চৌধুরীকে অব্যাহতি দেয়া হলো।
বিকল্পধারা এখন থেকে জাতীয় ঐক্যফ্রন্টে আন্দোলনে অংশ নেবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলন থেকে আরও দাবি করা হয়, আমরাই বিকল্পধারার মূল স্রোত। এর বাইরে অবস্থানকারীরা জনআকাঙ্ক্ষার বিরোধী শক্তি।
জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বেরিয়ে যাওয়ায় দলটির নেতাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়। সেখান থেকেই ভাঙনের সৃষ্টি হয়েছে। কেননা দলের বড় অংশই ঐক্যফ্রন্টের সঙ্গে থাকতে আগ্রহী।
২০ দলীয় জোট থেকে বেরিয়ে গেল দুটি দল