আওয়ার ইসলাম: কারামুক্তির পর মূল ধারার রাজনীতিতে ফিরলেন আনোয়ার ইব্রাহিম। শনিবার মালয়েশিয়ার উপনির্বাচনে ৭১ ভাগ ভোট পেয়ে জয় পান তিনি। ফল নিয়ে সন্তোষ জানিয়েছেন আনোয়ার।
বিশ্লেষকেরা বলছেন, এর মধ্যদিয়ে মাহাথির মোহাম্মদের কাছ থেকে তার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পথ সুগম হলো। সোমবার এমপি হিসেবে শপথ নেবেন আনোয়ার। ২০১৫ সালে সমকামিতা ও দুর্নীতির অভিযোগে ৭০ বছর বয়সী আনোয়ারকে কারাদণ্ড দেয় আদালত।
তবে গত মে মাসে দায়িত্ব নেয়ার পরই আনোয়ারের মুক্তির জন্য সুপারিশ করেন মাহাথির। রাজক্ষমা পেয়ে ওই মাসেই কারাগার থেকে মুক্তি পান আনোয়ার।
আরো পড়ুন-
এবার ৫ সৌদি যুবরাজ গুম, নেপথ্যে কী?
ঐক্য প্রক্রিয়া নিয়ে মাহী-মান্নার ফোনালাপ ফাঁস
আমি রাজনীতি করি না, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না: আল্লামা শফী
পদ্মা সেতুর কাজ আমি প্রথম শুরু করেছিলাম : প্রধানমন্ত্রী