শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী কুমিল্লা নামেই বিভাগ হবে: উপদেষ্টা আসিফ খেলাফত আন্দোলনের আমীর আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব হাবিবুল্লাহ মিয়াজী পুননির্বাচিত দেশে অস্থিতিশীলতার চেষ্টা; লন্ডনে কওমি সলিডারিটি এলায়েন্সের প্রতিবাদ সভা রোববার রাতে ৩ ঘণ্টা বিঘ্নিত হবে দেশের ইন্টারনেট সেবা বাংলাদেশ সফরে আসছেন দেওবন্দের উস্তাজুল বুখারী মুফতি মোহাম্মদ আমিন পালনপুরী সেইফ এডুকেশন ইনস্টিটিউটে শিক্ষা সেমিনার অনুষ্ঠিত তাবলীগের শুরায়ী নেজামের সংবাদ সম্মেলন আগামীকাল টঙ্গীতে জোড় ইজতেমায় ১৮ দেশের মুসল্লি দেশের সংবাদমাধ্যমগুলোকে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার তুলে আনা উচিত: পররাষ্ট্র উপদেষ্টা

বহুল আলোচিত মার্কিন যাজক আ্যান্ড্রু ব্রানসকে মুক্তি দিল তুর্কি প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: শুক্রবার তুরস্কের ইজমির প্রদেশের একটি ফৌজদারী আদালত বহুল আলোচিত মার্কিন ধর্ম যাজককে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসের অভিযোগ দোষী সাব্যস্ত করে তিন বছর এক মাস পনের দিনের কারাদন্ড দিয়েছেন।

অবশ্য আদালত আদেশে বলেন, অভিযুক্ত ইতোমধ্যে প্রায় দুই বছর কারাদন্ড ভোগ করেছেন। এবং তিনি বিচার চালাকালীন সদাচার প্রদর্শন করায় প্রায় দুই বছরই যথেষ্ঠ। তাই আদালত তাকে মুক্তির অনুমতি দিচ্ছে।

পাশাপাশি আদালত তার ওপর গৃহবন্ধিত্ব ও দেশ ত্যাগের ওপর থাকা আদেশ উঠিয়ে নেন।

যাজক আ্যান্ড্রু ব্রানসকে ২০১৬ সালের ৯ ডিসেম্বর আটক করা হয়। এবং ধর্মীয় কর্মকান্ডের আবরণে ফাতহুল্লাহ গুলেনের সন্ত্রাসী সংগঠন ও তুরস্করাষ্ট্রের বিরুদ্ধে সশস্র লড়াইকারী পিকেকে সহযোগিতার অভিযোগে বিচার করা হয়।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

আ্যান্ড্রু ব্রানসের আটক নিয়ে তুরস্ক ও আমেরিকার মধ্যে নজীরবিহীন কূটনৈতিক সংকট দেখা দেয়। আমেরিকা তার মুক্তির জন্য তুরস্কের ওপর অর্থনৈতিক অবরোধের পাশাপাশি স্বরাষ্ট ও বিচার মন্ত্রীর ওপর অবরোধ আরোপ করে ।তুরস্ক বারবার বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের বিরোধিতা করে জানায়।

তুরস্কের বিচার বিভাগ স্বাধীন ;তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিবেন। তাছাড়া তুরস্ক আমেরিকার ওপর অবরোধ আরোপ করে।

তুরস্কের বিচার বিভাগ হতে তাকে মুক্তির আদেশ দেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একটুইটে আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন, আ্যান্ড্রু ব্রানস দ্রুততম সময়ে তার দেশে ফিরে আসবে।
মার্কিন প্রেসিডেন্ট তার আরেক টুইটে বলেন, ব্রানসের জন্য তিনি অনেক চেষ্টা করেছেন।

অন্যদিকে নিউইয়ার্ক টাইমস একই দিন জানায়, মার্কিন প্রসাশন তুর্কি খালক ব্যাংকের সাবেক প্রধান হাকান আতিলাকে ব্রানসের মুক্তির পরই মুক্তি দিবে।

মার্কিন গণমাধ্যম জানায়, ব্রানসের মুক্তি দুই দেশের মধ্যে উত্তেজনা হ্রাসে ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে। একইভাবে এটা তুরস্ককে অত্যাধুনিক বিমান এফ৩৫ সরবরাহ ও সিরিয়ায় যৌথ ভূমিকা রাখায় বড় ধরণের ‍ভূমিকা রাখবে।

সূত্রঃ আলজাজিরা ও তুর্ক প্রেস

আরো পড়ুন-
সারা বিশ্বে ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট 
মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলনের ১০ দফা দাবি
অ্যারাবিক ক্যালিগ্রাফিতে ধর্মীয় প্রশান্তি অনুভূত করি: আফসানা মিমি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ