আওয়ার ইসলাম: জাতীয় ঐক্য প্রক্রিয়ার কর্মসূচির খসড়া তৈরি, আজ চূড়ান্ত ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি নেতা আ স ম আব্দুর রবের বাসায় বৈঠক শেষে শুক্রবার সন্ধ্যায় তিনি এ কথা জানান।
মান্না বলেন, বৈঠকে যুক্তফ্রন্টের সঙ্গে জোট গঠনে একমত হয়েছে বিএনপিসহ অন্যান্য দল। সবার সম্মতির ভিত্তিতে তৈরি করা হয়েছে লক্ষ্য ও কর্মসূচির খসড়া।
কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন
এর আগে, বিকেল সাড়ে ৩টায় বৈঠক শুরু হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও খন্দকার মোশাররফ হোসেন যোগ দেন।
এছাড়া, বিকল্প ধারার পক্ষে বৈঠকে ছিলেন আব্দুল মান্নান ও মাহি বি চৌধুরী।
এদিকে, জাতীয় ঐক্যের বৈঠক চলার সময় বাইরে বিক্ষোভ করে একদল যুবক। তারা বাইরে কিছুক্ষণ শ্লোগান দিয়ে মিছিল কোরে চলে যায়।
আরো পড়ুন-
সারা বিশ্বে ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট
মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলনের ১০ দফা দাবি
অ্যারাবিক ক্যালিগ্রাফিতে ধর্মীয় প্রশান্তি অনুভূত করি: আফসানা মিমি