আওয়ার ইসলাম: আফগানিস্তানের উত্তর প্রদেশের একজন নারী প্রার্থীর নির্বাচনী সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২জন নিহত ও ২২ জন আহত হয়েছেন।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মুহাম্মদ জাওয়াদ হাজরি বলেন, আগামী নির্বাচনে সংসদীয় প্রার্থীদের একজন নারী পার্থী নিজিফা ইউসূফের নির্বাচনী সমাবেশে মোটরসাইকেলে বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে।
২০ অক্টোবর আফগানিস্তানের সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত কয়েক মাসে আগামী নির্বাচনকে উপলক্ষ্য করে অনেক বোমা হামলা সংঘটিত হয়েছে বিভিন্ন জায়গায়।
প্রার্থীদের সমাবেশ লক্ষ্য করে এর মধ্যেই বেশ কয়েকটি হামালায় নিহতের সংখ্যা অর্ধশতেরও বেশি। আফগানিস্তানের সংসদীয় নির্বাচন ঘিরে আরো সহিংসতার আশঙ্কা রয়েছে বলে মনে করছে বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো।
এদিকে ৯ অক্টোবর দক্ষিণ হেলমান্দ প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় নির্বাচনী প্রার্থীসহ আটজনকে হত্যা করা হয়েছে।
তালেবান ছাড়াও, আইএস এর যোদ্ধারা নির্বাচনী প্রার্থীদের লক্ষ্যবস্তু করে এ হামলাগুলো চালাচ্ছে বলে ধারণা করছে আফগান সরকার।
২ অক্টোবর পূর্বাঞ্চলীয় নঙ্গাহার প্রদেশে একটি সমাবেশে বোমা হামলায় ১৩ জন নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয়।
এদিকে তালেবানরা আফগান সংঘাতের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছে। এই প্রথমবার তালেবান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিশ্চিত করেছে বলে জানা যায়।
সূত্র: আল-আরাবিয়া উর্দূ
আরো পড়ুন-
অ্যারাবিক ক্যালিগ্রাফিতে ধর্মীয় প্রশান্তি অনুভূত করি: আফসানা মিমি
আমি রাজনীতি করি না, আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন না: আল্লামা শফী