আওয়ার ইসলাম: ডিজিটাল ডিভাইসের নীল আলো আসতে আসতে চোখের দৃষ্টিশক্তি কেড়ে নিচ্ছে।গবেষকরা এ কথা জানিয়েছেন। বিশেষ করে স্মার্টফোনের আলো। সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত ছায়ার মতো আমাদের সঙ্গী হয়ে থাকে স্মার্টফোন।
যুক্তরাষ্ট্রের টলেডো বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয়, ক্রমাগতভাবে ডিজিটাল ডিভাইস তথা স্মার্টফোনের নীল আলো ব্যবহারের ফলে চোখের আলো সহনশীল ক্ষুদ্র কোষের মধ্যে বিষাক্ত অনু জমতে তাকে। পরবর্তীতে যা চোখের ম্যাকুলারকে ক্ষতিগ্রস্ত করে।
যুক্তরাষ্ট্রে অন্ধত্বের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে ম্যাকুলার বিচ্ছেদ। তবে ম্যাকুলার বিচ্ছেদের কারণে মানুষ পুরাপুরি অন্ধ হয় না।
বিশ্ববিদ্যালয়ের ক্যামেস্ট্রি ও বায়ো-ক্যামেস্ট্রি বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ অজিত করুনাথানে বলেন, ‘এটা কোনো গোপন তথ্য নয় যে নীল আলোক রশ্মি আমাদের চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত করে থাকে।’
রাত্রে অন্ধকার স্থানে স্মার্টফোন ব্যবহার না করতে এবং চোখ রক্ষায় সানগ্লাস ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন গবেষকরা।
সারা বিশ্বে ৪৮ ঘণ্টা বন্ধ থাকতে পারে ইন্টারনেট
আরএম/