আওয়ার ইসলাম: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সর্বকনিষ্ঠ ছেলে আব্দুল্লাহ মুরসিকেকে গ্রেফতার করেছে পুলিশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে একথা জানা যায়।
আল-জাজিরার জানায়, বুধবার (১০ অক্টোবর) রাজধানী কায়রোর কাছেই নিজ বাড়ি থেকে দেশটির পুলিশ তাকে গ্রেফতার করে।
মুরসির বড় ছেলে আহমদ মুরসি তুরস্কের বার্তা সংস্থা ‘আনাদোলু এজেন্সি’কে জানিয়েছেন, তার ভাই আবদুল্লাহকে নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছে। বুধবার পরিচয়পত্র ও মোবাইলসহ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানায়, ‘মিথ্যা সংবাদ ছড়ানোর’ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে আহমদ মুরসি বলেন, পুলিশের কাছে কোনও গ্রেফতারি পরোয়ানা ছিলো না। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই মুরসি কারাগারে বন্দি রয়েছেন।
কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন
আরএম/