আওয়ার ইসলাম: শপথ হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগপ্রাপ্ত নতুন তিন বিচারপতি। তারা হলেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান ননী।
মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান।
এর আগে সোমবার (৮ অক্টোবর) হাইকোর্ট বিভাগের এ তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংবিধানের ৯৫ (১) ধারা অনুযায়ী আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন। নিয়োগ দেয়ার পর সোমবার প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেনের নেতৃত্বে শপথ অনুষ্ঠান পরিচালনা করা হয়।
বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চারজন বিচারপতি রয়েছেন। তারা হলেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার। নতুন তিনজন বিচারপতি নিয়োগে বর্তমানে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা সাতে উন্নীত হল।
[মালিবাগে চালু হয়েছে অত্যাধুনিক হিজামা সেন্টার। নবীজি সা. নির্দেশিত এ চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে সুস্থ থাকুন। হার্টের রোগ, কিডনির, লিভারের ও স্ট্রোকসহ শরীরের বাত ব্যথার জন্য খুবই উপকারী হিজামা: যোগাযোগ ০১৮৫৮১৪১৮৪৬]
আরো পড়ুন-
আল্লামা শফিকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট; শালিসে ক্ষমা প্রার্থনা
‘ভুল থেকে সরে এলে আমরা পুনরায় মাওলানা সাদকে মানতে রাজি’
আরএম/