শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


কাশ্মীরজুড়ে পৌর নির্বাচনে ভোট পড়েছে মাত্র ৮ ভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরের স্থানীয় সরকার নির্বাচনে মাত্র ভোট দিয়েছেন মাত্র ৮.৩% ভোটার। যা সর্বনিম্ন ভোট পড়ার রেকর্ড। ২০০৫ সালের পর প্রথমবার অনুষ্ঠিত হলো এ নির্বাচন। আল-জাজিরা

তবে কম ভোট পড়ার কারণ হিসেবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এ নির্বাচন বয়কট করেছে কাশ্মীরের ভারতপন্থী প্রধান দুই দল। একই সঙ্গে ভোটারদের হামলার হুমকি দিয়েছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপগুলো। এ কারণে ভোটার উপস্থিতি কম বলে জানিয়েছে বিশ্লেষকরা।

এ নির্বাচনকে কেন্দ্র করে সাত লাখ সৈন্যের সঙ্গে আরও ৫০ হাজার আধা সামরিক সদস্য মোতায়েন করা হয়েছে।

তবে এ অঞ্চলের বড় দুই দল ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমোক্রেটিক পার্টি বয়কট করলেও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।

বয়কটের কারণে ৭০ভাগ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না। ৫৯৮টি আসনের মধ্যে ভোটগ্রহণ হয়েছে কেবল ১৭৮ আসনে।

১৩ বছর পর জম্মু-কাশ্মীরে পৌর নির্বাচন

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ