আওয়ার ইসলাম: বিএনপি নেতা আসলাম চৌধুরী স্ত্রী জামিলা নাজনীন মাওলাকে কারাগারে। চট্টগ্রামে সাউথ ইস্ট ব্যাংকের ১৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) করা মামলার কারণে আদালত তাকে গ্রেফতারি পরয়ানা জারি করে।
চট্টগ্রাম সিনিয়র স্পেশাল জজ-১ আকবর হোসেন মৃধার আদালত শুনানি শেষে এ আদেশ দেন
গত সোমবার। আসলাম চৌধুরীকেও এ মামলার আসামি করা হয়। রাইজিং স্টিল মিল লিমিটেডের চেয়ারম্যান হিসেবে এ মামলার আসামি হয়েছেন জামিলা।
এ ব্যাপারে দুদক পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার হোসেন লাভলু বলেন, উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামি জামিলা নাজনীন মাওলাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
কোর্ট পুলিশের এসআই মোশাররফ বলেন, তাকে বিকেলে আদালত থেকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।
উভয়পক্ষের শুনানির পর আইনজীবীরা মামলাটি রাজনৈতিক মামলা বলে আদালতে দাবি করেন। তবে এ দাবি গ্রহণ করেননি আদালত।
আদালত সূত্রে জানা যায়, সাউথইস্ট ব্যাংক হালিশহর শাখা পুরোনো জাহাজ আমদানি ও রিসাইক্লিং করতে ২০১০ সালে রাইজিং গ্রুপকে বড় ঋণ দেয়।
বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে ব্যাংকটির পাওনা ১৩৫ কোটি টাকার বেশি। পরে দুদক অভিযোগ আনে, আসামিরা পরস্পর যোগসাজোশে ব্যাংকের টাকা আত্মসাত করেছেন।
এই অভিযোগে ২০১৬ সালের ২৬ ডিসেম্বর নগরীর হালিশহর থানারআসলাম চৌধুরী, তার স্ত্রী রাইজিং স্টিল মিল লিমিটেডের চেয়ারম্যান জামিলা নাজনীন মাওলা, ছোট ভাই ও একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমজাদ হোসেন চৌধুরী।
পরিচালক জসীম উদ্দিন চৌধুরী,সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম
এবং ব্যাংকটির চট্টগ্রামের হালিশহর শাখার সাবেক ব্যবস্থাপক মাহবুবুর রহমানকে (সাব্বির) আসামি করে দায়ের করা হয় মামলা।
কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন
আরো পড়ুন-
সম্ভাবনার স্বীকৃতি বনাম শঙ্কার ভবিষ্যৎ
আল্লামা শফিকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট; শালিসে ক্ষমা প্রার্থনা
‘মুফতি ইজহার হেফাজতের কেউ নন, তার দাবি পাগলের প্রলাপ’