শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


বাম হাত বেঁকে গেছে খালেদার, নাড়াতে পারছেন না কাঁধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাম হাত বেঁকে গেছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।তিনি বাম কাঁধও নাড়াতে পারছেন না।

বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ড. এম এ জলিল বলেন, খালেদা রিউমাটো আর্থাইটিস রোগে আক্রান্ত। এ রোগে তিনি গত ত্রিশ বছর ধরেই আক্রান্ত বলেও জানান তিনি।

এম এ জলিল বলেন, রোগটি নিয়ন্ত্রণ না রাখার কারণে তার শারীরিক বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়েছে। তার ঘাড়ে ও কোমরে ব্যথা আছে। বাম হিপজয়েন্টে আর্থাইটিস আছে। দুই হাঁটুর রিপ্লেসের স্থানে কিছুদিন আগে ফুলে গিয়েছিল।

বেগম জিয়া গত বিশ বছর ধরে ডায়াবেটিসেও ভুগছেন জানিয়ে তিনি বলেন, ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ইনসুলিন দেয়া হলেও তিনি তা নেননি। তার ডায়াবেটিসের বর্তমান কী অবস্থা সেটি আমাদের পরীক্ষা নিরিক্ষা করে দেখতে হবে।

খালেদার জিয়ার অসুখের ব্যাপারে প্রেস ব্রিফিংয়ে ব্যাখ্যা করে ড. জলিল বলেন, এটি এক ধরনের বাত, গিঁটে ব্যথা। এর চিকিৎসা না হলে ঘাড়ে-মাজায়-কোমরে ব্যথা হয়।

খালেদা জিয়াকে শিগগির ফিজিওথেরাপি দেয়া হবে বলেও জানান এম এ জলিল।

উল্লেখ্য, আদালতের নির্দেশে ৬ অক্টোবর বিকালে খালেদা জিয়াকে কারাগার থেকে বিএসএমএমইউ-এ ভর্তি করানো হয়।

সরকার একটার পর একটা কালো আইন চাপিয়ে দিচ্ছে: ফখরুল

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ