শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


দেশে দৈনিক ২৫ মিলিয়ন মিনিট অবৈধ কল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে সব অপারেটর মিলিয়ে দৈনিক ২৫ মিলিয়ন মিনিট অবৈধ কল হচ্ছে। রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক সিমে ভিওআইপি অবৈধ কলের সংখ্যা বেশি।

সোমবার (০৮ অক্টোবর) ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইবি) মিলনায়তনে এ তথ্য জানান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. জহুরুল হক।

সংবাদ সম্মেলনে মোবাইল অপারেটরগুলোর প্রতিনিধিসহ বিটিআরসি'র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, অবৈধ ভিওআইপি কর্মকাণ্ডে বায়োমেট্রিক সিম ব্যবহার হলেও  শতভাগ বন্ধ করা যাচ্ছে না। আমরা প্রতিরোধের চেষ্টা করছি।

সারা পৃথিবীতেই অপরাধ হচ্ছে। সেটা নিয়ন্ত্রণ করতে পারছি কি না সেটাই বিষয় বলে জানান তিনি।

অবৈধ ভিওআইপি কর্মকাণ্ডে টেলিটকের সিম বেশি ব্যবহার হচ্ছে জানিয়ে জহুরুল হক বলেন, অপারেটরগুলোর কাছে আমরা এজন্য কারণ জানতে চাই। এরপর তাদের জরিমানা করা হয়।

সভায় বিটিআরসি প্রধান বলেন, গত মাসে বিশেষ অভিযানে বিভিন্ন অপারেটরের ১০ হাজার ৯শ’ ৪৭টি সিম, ৩৭ লক্ষাধিক টাকার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এগুলোর মধ্যে টেলিটকের ৫ হাজার ৭৫টি, এয়ারটেল-রবি'র ৩ হাজার ৮শ’ ৯৭টি, গ্রামীণফোনের ১ হাজার ৪শ’ ১৪টি, বাংলালিংকের ৪শ’ ২৬টি, র‌্যাংকসটেলের ১শ’ ২০টি এবং বাংলালায়নের ১৫টি সিম জব্দ করা হয়েছে।

গ্রামীণফোন ছাড়তে চাওয়া গ্রাহকের সংখ্যা সবচেয়ে বেশি

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ