শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


৫.৯ মাত্রার ভূমিকম্পে হাইতিতে নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাইতির উত্তরাঞ্চলীয় উপকূল পোর্ট-দে-পেইক্সে শনিবার স্থানীয় সময় রাত ৮টা ১১ মিনিটে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৯।

এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন খবর ইউএসএ টুডে।

এ বিষয়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলছে, ঘটনার দিন স্থানীয় সময় রাত ৮টা ১১ মিনিটে এই ভূমিকম্পটি আঘাত হানে।

কিছু কওমি কিছু হেফাজত ও চেতনার আস্তিন

এর কেন্দ্র ছিল দেশটির উত্তরাঞ্চলীয় উপকূল পোর্ট-দে-পেইক্স থেকে প্রায় ১২ মাইল উত্তরপশ্চিমে। আর এই ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭ দশমিক ৩ মাইল নিচে।

এদিকে দেশটির বেসামরিক সুরক্ষা এজেন্সি এক বিবৃতিতে বলছে, ‘এই ভূমিকম্পের ফলে কমপক্ষে ১১ জন নিহত এবং অসংখ্য লোক আহত হয়েছেন।

তাছাড়া পোর্ট-দে-পেইক্স, গ্রস মোর্নে, চানসোলমে এবং টার্টল আইল্যান্ডের কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি হওয়া ভবনগুলোর মধ্যে প্লেইসেন্সে অবস্থিত সেন্ট-মাইকেলের চার্চও রয়েছে।’

সংস্থাটি তাদের বিবৃতিতে আরও জানায়, ঘটনায় আহত ব্যক্তিদের অধিকাংশেরই আঘাত সামান্য। তাদের চিকিৎসার জন্য ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শক্তিশালী এই ভূমিকম্প রাজধানী পোর্ট-অ-প্রিন্স ছাড়াও প্রতিবেশী দেশ ডোমিনিকান রিপাবলিক থেকেও অনুভূত হয়েছে।

উল্লেখ্য, হাইতির অধিকাংশ জনগণ দেশটিতে ভূমিকম্পে আক্রান্ত হওয়ার ঝুঁকির নিয়ে বসবাস করেন।

এর আগে ২০১০ সালে দেশটির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সে সময় অঞ্চলটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই ঘটনায় হাইতিতে অন্তত তিন লাখের বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুন:-

মোটা অংক; কওমি সনদের স্বীকৃতি: বুঝার ভুল; না বুঝার ভান
কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়া
সহজে তাহাজ্জুদের অভ্যাস গড়ার উপায়: মুফতি তাকি উসমানি
এবার সেন্টমার্টিনের মালিকানা দাবি মিয়ানমারের


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ