আওয়ার ইসলাম: কোটা পুরোপুরি বাতিল নয় যৌক্তিক সংস্কারের দাবি জানিয়েছে ছাত্র অধিকার আন্দোলন পরিষদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান আন্দোলনকারীরা।
পরিষদের যুগ্ম সম্পাদক নুরুল হক নুরু বলেন, কোটা বাতিল নয়, সংস্কারের দাবি জানিয়েছিলেন তারা। এসময় তাদের দেয়া ৫ দফা অনুযায়ী কোটার সংস্কারের দাবি করেন নুরু।
কিছু কওমি কিছু হেফাজত ও চেতনার আস্তিন
আন্দোলনকারী শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহার ও আটকদের মুক্তির দাবি করা হয় সংবাদ সম্মেলনে। এদিকে কোটা বহালের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ।
একই দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে মুক্তিযোদ্ধা মঞ্চ।
আরও পড়ুন:-
মোটা অংক; কওমি সনদের স্বীকৃতি: বুঝার ভুল; না বুঝার ভান
কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেলে খালেদা জিয়া
সহজে তাহাজ্জুদের অভ্যাস গড়ার উপায়: মুফতি তাকি উসমানি
এবার সেন্টমার্টিনের মালিকানা দাবি মিয়ানমারের