রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬


আরজাবাদ মাদরাসার ফুজালা সম্মেলন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মিরপুরের উম্মুল মাদারীস জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদারাসা ২০০৭ঈসায়ী সনের তাকমীল ফারেগীনদের উদ্যোগে আয়োজিত ফুজালা সম্মেলন ২০১৮ আনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ১০টায় জামিয়া মিলনায়তনে মাও.সাইফুদ্দীন ইউসুফ ফাহিম সাহেবের সভাপতিত্বে ও মাও. আবু সাইদ মোহাম্মদ খালিদর সঞ্চালনায় ফুজালা সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামিয়ার সুনামধন্য মোহতামীম মাও.বাহাউদ্দীন যাকারিয়া

প্রধান অতিথির বক্তব্যে তিনি ২০০৭ঈসায়ী সনের এর ফারেগীন ছাত্রদের শুকরিয়া আদায় করেন ও সকল আগত ফুজালাদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান এবং জামিয়ার ফারেগীন সকল ছাত্রদের নিয়ে অতিশিঘ্রই ফুজালা সম্মেলন করার আশ্বাস দেন।

সর্বশেষ কারী আ:খালেক আসআদীর মুনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়।উ ক্ত সম্মেলনে সাবেক ছাত্রদের মধ্যে আরো উপস্হিত ছিলেন, মাও.মঞ্জুরুল ইসলাস আফেন্দী,মাও.মতিউর রহমান গাজীপুরী,মাও.ওমর আলী,মাও.হামেদ জাহিরী,মাও. আব্দুল খালেক শরিয়তপুরী, মাও.মুর্তাজা হাসান ফয়জী মাসুম,মাও.ইমরানুল বারী সিরাজী, মুফতি নাসির উদ্দীন খান, মাও.শারফুদ্দীন ইয়াহইয়া কাসেমি,মাও.কারী বেলাল প্রমূখ.


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ