আওয়ার ইসলাম: ঋণ অনিয়মসহ নানা কারণে বেড়েছে কৃষি-জনতাসহ দশ ব্যাংকের মূলধন ঘাটতি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জুনে এসব ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৫ হাজার ১৪৩ কোটি টাকা।
কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি আট হাজার কোটি টাকা ছাড়িয়েছে। ক্রিসেন্ট গ্রুপ ও এননটেক্সকে দেয়া সাড়ে ৮ হাজার কোটি টাকা ঋণের বেশিরভাগ অংশ খেলাপি হওয়ায়, বেড়েছে জনতা ব্যাংকের মূলধন ঘাটতি।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, এ ব্যাংকের মূলধন ঘাটতি প্রায় ২২শ কোটি টাকা। অথচ এক বছর আগেও প্রয়োজনের তুলনায় ১৭ কোটি টাকা মূলধন বেশি ছিলো ব্যাংকটির।
বেসরকারি খাতের আইসিবি ইসলামি ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের মূলধন ঘটতি বেড়েছে। তবে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে মূলধন জোগানের ফলে ফারমার্স ব্যাংকে এখন আর ঘাটতি নেই বলেও জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক।
শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী ঘোষণার দাবিতে মানববন্ধন