আওয়ার ইসলাম: রোহিঙ্গা শরনার্থী ইস্যুতে নতুন পদক্ষেপ নিচ্ছে ভারত। রাজ্যগুলোকে তাদের নিজ নিজ এলাকায় থাকা রোহিঙ্গাদের চিহ্নিত করতে বলেছে ভারত সরকার। বিষয়টি কূটনৈতিক চ্যানেলে মিয়ানমারের কাছে তুলে ধরার পরিকল্পনা করছে দেশটি।
সোমবার কলকাতায় ইস্টার্ন জোনাল কাউন্সিলের মিটিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, রাজ্যকে বলা হয়েছে তাদের (রোহিঙ্গা) চিহ্নিত করতে। তাদের বায়োমেট্রিকও করতে হবে। তারপর কেন্দ্রে খবর পাঠাতে হবে।
‘কেন্দ্রীয় সরকার কূটনৈতিক চ্যানেলে মিয়ানমারের সঙ্গে যথাযথ পদক্ষেপ নিবে এবং বিষয়টির সমাধান করবে।’
এরআগে রাজনাথ সিং বলেছিলেন, ভারতে থাকা সব রোহিঙ্গাই অবৈধ অভিবাসী। কারণ তারা কেউই শরণার্থী হিসেবে আশ্রয় প্রার্থনা করেনি।
এসময় তিনি বিরোধী দলকে অনুরোধ করেন, এটাকে কোনো রাজনৈতিক ইস্যু না বানানোর জন্য।
বৃহস্পতিবার বিজেপির কেরালা স্টেট কাউন্সিলের মিটিংয়ে রাজনাথ সিং বলেছিলেন, বর্তমানে রোহিঙ্গাদের অবস্থান উত্তরপূর্ব রাজ্যগুলোতে সীমাবদ্ধ নেই। তারা কেরালাসহ দক্ষিণের রাজ্যগুলোতেও ঢুকে গেছে।
কেরালার রেলওয়ে প্রটেকশন ফোর্স (আরপিএফ) গতকাল কর্তৃপক্ষকে সতর্ক করেন অনেক অনেক শরণার্থীর অবস্থান বিষয়ে। তারা অন্তত ১৪টি ট্রেনের তালিকা দিয়েছেন যেগুলোতে করে রোহিঙ্গারা উত্তরপূর্ব রাজ্যগুলো থেকে কেরালায় পৌঁছাতে পারেন।
এক চিঠিতে দক্ষিণাঞ্চলের রেলওয়ের চিফ সিকিউরিটি কমিশনার রেলওয়ে কর্তৃপক্ষকে বলেছেন, কোনো রোহিঙ্গা পাওয়া গেলে যেন আরপিএফের কাছে হস্তান্তর করা হয় এবং একটি রিপোর্ট দেওয়া হয়।
চালু হয়েছে কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন
আরও পড়ুন: এখন সরকারি মাদরাসার ছাত্ররা কওমিতে এসে পরীক্ষা দেবে: আল্লামা শফী
আরএম/