আওয়ার ইসলাম: সনাতনী সহায়তা শিক্ষায় অর্থায়নের ঘাটতি পূরণের জন্য যথেষ্ট নয় এ কারণে অবশ্যই বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকালে জাতিসংঘের সদর দফতরে শিক্ষার জন্য আন্তর্জাতিক আর্থিক সুবিধা শীর্ষক আলোচনায় তিনি এমন মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতের উন্নয়নে মুনাফার মানসিকতা ছেড়ে অধিকারের দৃষ্টিভঙ্গিতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসারও আহ্বান জানান।
কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন
জাতিসংঘের শিক্ষাবিষয়ক বিশেষ দূত গর্ডন ব্রাউন এ অনুষ্ঠানের আয়োজন করেন।
শেখ হাসিনা বলেন, শিক্ষাকে জনসাধারণের নাগালে নেয়ার জন্য বেসরকারি খাত থেকে বিনিয়োগ আসা উচিত। আর এ জন্য মুনাফার মানসিকতাকে ছাড়তে হবে।
প্রধানমন্ত্রী শিক্ষাখাতে ঋণ না দিয়ে বেশি বেশি অনুদান দেয়ারও আহ্বান জানিয়েছেন। আর এ জন্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোরও দায়িত্ব রয়েছে বলেও মনে করেন তিনি।
ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ শান্তির জন্য শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০-এর গোল ফোর অর্জনে সাফল্যের চাবিকাঠি হল- শিক্ষা ও দক্ষতা উন্নয়ন খাতে সম্পদ প্রবাহ বাড়িয়ে সামঞ্জস্য আনা। টেকসই শান্তি নিশ্চিতে শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।
শেখ হাসিনা বলেন, বিশ্বের প্রায় ২৬ কোটি ৩০ লাখ শিশু শিক্ষা থেকে বঞ্চিত। এভাবে চলতে থাকলে ২০৩০ সালের মধ্যে প্রায় ৮০ কোটি শিশুর মৌলিক দক্ষতার অভাব হবে। এটি অত্যন্ত দুঃখজনক ও বিপজ্জনক।
-আরআর