শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

কারবালা নিয়ে শেখ এনামের গান ‘মুজে কুফা ওয়ালো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল ইসলাম কাসিমী: চলছে হিজরি সনের প্রথম মাস; মুহাররম। এ মাসটি কুরআনে বর্ণিত চারটি সম্মানিত মাসের একটি। মাসটি যেমন আমাদের কাছে অনেক ফজিলত সম্পন্ন। অন্যদিকে থেকে ঠিক তেমনি শোকে ভরপুর।

দশই মুহাররম পৃথিবীর ইতিহাসে ঘটে যায় একটি হৃদয়বিদারক ঘটনা। ইয়াজিদ বাহিনীর উপর্যপুরি তীরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে শাহাদাতের অমীয় সুধা পান করে মাটিতে লুটিয়ে পড়েন নবীজি দৌহিত্র হুসাইন রাযি.।

কারবালার আকাশ-বাতাস হুসাইনের ভালোবাসায় বুক ফাটা আর্তনাদে অশ্রু বিসর্জন করে। অসহায়ত্বের চাদরে আবৃত হয়ে সবকিছু। মাওলার পানে দু'হাত উঠিয়ে হুসাইন বলতে থাকেন, হে আল্লাহ! তুমি এদের গুনে গুনে রাখো, কাউকেও ছাড় দিও না’।

কারবালা নিয়ে অনেক পুস্তক রচনা হয়েছে। তৈরি হয়েছে অনেক ডকুমেন্টারিও৷ এবার উর্দু ভাষায় এক উর্দু কবির গান কভার করলেন ইনভাইট শিল্পী গোষ্ঠীর শেখ এনাম। পুরো গানটি ফুটে উঠেছে হজরত হুসাইন রা.-এর না বলা কারবালার আর্তনাদগুলো।

গানটির টাইটেল লিরিকের অর্থ হলো- 'হে কুফাবাসী! আমি আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে'। বেশ হৃদয়বিদারক কথামালা।

এনামের শান্তশিষ্ট কণ্ঠ গানটিকে অন্যরকম প্রাণ দিয়েছে। তাইতো ভারচুয়ালে প্রশংসায় ভাসছেন শেখ এনাম। গানটি প্রকাশ করেছে- জনপ্রিয় ইউটিউবে চ্যানেল; katib tv।

আপনার ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি। – বিস্তারিত জানুন

ম্যানেজমেন্টে ছিলেন কাতিব টিভি কর্ণধার ইনাম বিন সিদ্দিক। ভিডিও ক্লিপের ডিরেক্টর ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শালিন আহমেদ।

ইনভাইটের সংগীত পরিচালক আনওয়ারুল কারীম মুস্তাজাবের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা পুরনো বেশ কয়েকটি গান নতুন করে করার কাজ হাতে নিয়েছি। তাছাড়া আরো কয়েকটি নতুন গানের কাজ চলছে। তা শিগগির কাতিব টিভিতে আসছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ