আওয়ার ইসলাম: ফিলিস্তিনি বেদুইনদের আহরাম গ্রাম ছাড়তে ৮ দিন সময় দিয়েছে ইসরাইল। ওই গ্রামটি গুড়িয়ে দিয়ে সেখানে নতুন করে ৯২টি বসতি স্থাপন করবে ইসরাইল। কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা এ খবর দিয়েছে।
খবলে বলা হয়, গত মাসের প্রথম সপ্তাহে ইসরাইল ওই গ্রামটি গুড়িয়ে দিতে শুরু করে। এসময় ফিলিস্তিনিরা ইসরাইলি বুলডোজারের সামনে দাঁড়িয়ে ও শুয়ে পড়ে। পরে ফিলিস্তিনিদের পক্ষে সেখানে অনেক পর্যটকরা অবস্থান নেন।
গ্রামটি না ভাঙার জন্য ইসরাইলের আদালতে করা আপিল শুক্রবার খারিজ করে দেয় দেশটির সুপ্রিম কোর্ট। এর একদিন পর রোববার ফিলিস্তিনিদের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।
নোটিশে আগামী ৮ দিনের মধ্যে অবস্থানরতদের গ্রাম ছাড়তে বলা হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন করতে খান আল আহরাম গ্রামে নোটিশ জারি করা হয়েছে। আগামী ১ অক্টোবর গ্রামটি ভাঙার কাজ শুরু করা হবে।
বিবৃতিতে বলা হয়েছে, যদি কেউ এই নোটিশ অমান্য করে গ্রাম ছেড়ে যেতে না চায় তবুও সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
সূত্র: আল-জাজিরা।
ফিলিস্তিনিদের ৮ দিন সময় দিল
আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন
আরএম/