আবদুল্লাহ তামিম: ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। প্রায় ২০০ দেশের প্রতিনিধি আলোচনা করবেন বিশ্বের গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে, যার মধ্যে থাকছে রোহিঙ্গা ইস্যুও।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের অবস্থান বিশ্বের অন্যতম মানবতাবিরোধী অপরাধ বলে চিহ্নিত করেছেন।
এ ইস্যুতে বিশ্বনেতাদের মনোযোগ আকর্ষণ, এ অধিবেশনের অন্যতম এজেন্ডা। এছাড়াও অধিবেশনে সিরিয়ার মানবাধিকার পরিস্থিতি, বিশেষ করে ইদলিবের পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে।
ফিলিস্তিনিদের ত্রাণ তহবিল নিয়ে ট্রাম্প প্রশাসনের অনীহা এবং তা নিয়ে করণীয়ও থাকবে আলোচনার তালিকায়। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্কের সুবাতাসের প্রভাব পড়বে এবারের অধিবেশনে।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির উপস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অবস্থান উত্তপ্ত করে তুলতে পারে অধিবেশন।
আরও পড়ুন: হাইয়াতুল উলয়ার পরীক্ষা প্রস্তুতি কমিটির বৈঠক বৃহস্পতিবার
আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন