আওয়ার ইসলাম: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে বোমা বিস্ফোরণে কমপক্ষে আটজন শিশু নিহত এবং ছয়জন আহত হয়েছে।
প্রাদেশিক পুলিশ প্রধানের মুখপাত্র করিম ইউরেশ বলেন, শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকেলে শিরিন তাগাব জেলায় বিস্ফোরণে ৮ শিশু নিহত হয়। পুলিশ স্টেশনের পাশেই শিশুরা খেলছিল যাদের বয়স ৬-১২ বছরের মধ্যে।
পুলিশের অভিযোগ, গত সপ্তাহে তালিবানদের নিয়ন্ত্রণাধীন থাকাকালীণ ঐ এলাকায় তারা ল্যান্ডমাইন পুঁতে রেখে গিয়েছিল। শিশুরা খেলার সময় বিষ্ফোরণের ঘটনা ঘটলে স্থানেই ৮ শিশুর মৃত্যু ঘটে। আহতদের ভেতর দুজনের অঙ্গহানি হয়েছে যারা সংকাটাপন্ন অপবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় তালিবানরা এখনও কোন মন্তব্য করেনি, পুলিশ তাদেরকে দোষারোপ করছে। সূত্র: বিবিসি
আরও পড়ুন: হাইয়াতুল উলয়ার পরীক্ষা প্রস্তুতি কমিটির বৈঠক বৃহস্পতিবার
আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন