আওয়ার ইসলাম: নির্বাচনের আগে জাতীয় ঐক্য গণতন্ত্রের জন্য ইতিবাচক হলেও তাদের দাবি অসাংবিধানিক বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা।
দলছুটদের উপর ভর করে বিএনপি আরো ক্ষতিগ্রস্থ হবে বলেও মনে করেন তারা। আর বাম দলের নেতারা বলছেন, ঐক্য সফল হলেও জনগণের ভাগ্যে কোন পরিবর্তন হবে না। এদিকে বিএনপি ঘরানার বুদ্ধিজীবীরা ইতিবাচক হিসেবে দেখছেন ঐক্য প্রক্রিয়াকে।
নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলনের লক্ষে ২০১৬ সালে প্রথম জাতীয় ঐক্যের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এরপর কোন ইস্যু সামনে আসলেই ঐক্যের আহ্বানে সরব ছিল বিএনপি। সবশেষ দল প্রধানের কারাদন্ড হওয়ার পর ছাড় দিয়ে হলেও বৃহত্তর ঐক্য গড়ে তুলতে মাঠে নামে বিএনপি।
জামায়াতসহ বেশ কিছু শর্তে ঐক্য প্রক্রিয়া আটকে থাকলেও দুই পক্ষই একাধিক ইস্যুতে ছাড় দেয়ায় শনিবার একমঞ্চে উঠেন নেতারা।
ক্ষমতাসীন দলের নেতারা বলছেন, অযৌক্তিক দাবি আদায়ে অস্থিতিশিল পরিবেশ তৈরি করতেই ঐক্য প্রক্রিয়ায় যোগ দিয়েছে বিএনপি। অসাংবিধানিক প্রস্তাব নিয়ে আন্দোলনের চেষ্টা কঠোর ভাবে দমনের হুশিয়ারিও তাদের।
এদিকে জাতীয় ঐক্য নিয়ে আগ্রহ নেই বাম দলগুলোর। তারা বলছেন, আওয়ামী লীগ বা বিএনপির সাথে থেকে সুশাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব না।
তবে বিএনপি ঘরানার বুদ্ধিজীবীরা বলছেন, নেতৃত্বে ছাড় দেয়ার মানসিকতা বিএনপির জন্য শুভ লক্ষণ। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ আন্দোলন চলবে বলে জানান ঐক্যের নেতারা।
কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে কওমি আলেমরা
আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন