আওয়ার ইসলাম: সিরিয়ার ইদলিবে বিদ্রোহীদের সর্বশেষ আস্তানায় আসাদ বাহিনী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় বিদ্রোহীদের একাংশকে সহায়তা দিচ্ছে প্রতিবেশী তুরস্ক।
ইদলিবে সিরিয়ার হামলা ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে তুরস্ক। এ জন্য ইদলিবে আরও সেনা পাঠাচ্ছে দেশটি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু এ তথ্য জানিয়েছেন। সোমবার রাশিয়ার সঙ্গে এক চুক্তিতেও পৌঁছেছে তুরস্ক।
তুরস্কের মন্ত্রিসভার বৈঠকে কাভুসগ্লু বলেন, আমাদের বাড়তি সেনার প্রয়োজন। তাহলে ইদলিব সীমান্ত সুরক্ষিত হবে। লোকজন যার যার অবস্থানে থাকবে। এ অঞ্চলে হামলা ঠেকাতে রাশিয়া প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এছাড়া ইদলিবে আমাদের ১২টি পর্যবেক্ষণ স্টেশন থাকবে।
আসন্ন যুদ্ধে ইদলিবের সাধারণ জনগণের প্রাণ রক্ষায় সেখানে একটি নিরাপদ এলাকা গড়ে তোলার পদক্ষেপও নিয়েছে তুরস্ক, রাশিয়া ও বিদ্রোহীরা।
রাশিয়ার সোচি শহরে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হওয়ার পর চাভুসওগ্লু এসব কথা বললেন।
আরও পড়ুন- এবার মোদিকে ইমরান খানের চিঠি!
আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন
আরএম/