সাইফুল ইসলাম রিয়াদ : আগামী ৬ অক্টোবর (শনিবার) মারকাজুল কুরআন ফাউন্ডেশন’ বাংলাদেশের উদ্যোগে ‘আন-নূর কুরআনের আলো প্রতিভার সন্ধানে’ সিলেট বিভাগীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
স্থান : আন-নূর আইডিয়াল একাডেমি, লতিবপুর, দক্ষিণ সুরমা, সিলেট।
প্রতিযোগিতা অনুষ্ঠানে অথিতি-
প্রধান অথিতি: রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী।বিশেষ অতিথি: মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক হাফেজ ক্বারী নেছার আহমদ আন-নাছেরী ও আমেরিকা প্রবাসী হাফেজ মাওলানা তৈয়্যিব আলী।
বিচারকমন্ডলী-
হাফেজ মাওলানা ক্বারী জসিম উদ্দীন মক্কী, চেয়ারম্যান মারকাজুল কুরআন ফাউন্ডেশন
হাফেজ মাওলানা আতাউল্লাহ হোসাইনী, সহ-সভাপতি মারকাজুল কুরআন ফাউন্ডেশন
মুফতি আবু তাহের সিদ্দিকী, সহ-সভাপতি মারকাজুল কুরআন ফাউন্ডেশন
হাফেজ ক্বারী শেখ ফরিদ বিন মোস্তফা, মহসচিব মারকাজুল কুরআন ফাউন্ডেশন
মুফতি সোহাইল আহমদ রাহমানী, যুগ্ম সাধারণ সম্পাদক মারকাজুল কুরআন ফাউন্ডেশন
প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রক্রিয়া-
১. যে কোন প্রতিষ্ঠান থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে।
২. আগ্রহী প্রতিযোগীকে ১০০ টাকা বিনিময়ে নির্ধারিত স্থান থেকে ফরম সংগ্রহ করতে হবে।
৩. প্রতিযোগীকে নির্দিষ্ট তারিখের ১সপ্তাহ পূর্বে ফাউন্ডেশনের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
ফরম সংগ্রহের ঠিকানা-
সিলেট জেলায়, আন-নূর আইডিয়াল একাডেমি। ফোন: ০১৭৪২-১৭৯৭০৫
সুনামগঞ্জ জেলায়, জামিয়া ইসলামিয়া হাফিজিয়া মল্লিকপুর। ফোন: ০১৭২৭-১১৬১৬৬
সার্বিক যোগাযোগ: হাফেজ মাওলানা তুফায়েল আহমদ। ফোন: 01742179705
জ্ঞাতব্য বিষয়: প্রতিযোগিতায় ৫ পারা গ্রুপে অনূর্ধ্ব ১০বছর , ১০ পারা গ্রুপে অনূর্ধ্ব ১২ বছর, ২০ পারা গ্রুপে অনূর্ধ্ব ১৫ বছর ও ৩০ পারা গ্রুপে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবে।
উল্লেখ্য, যে সকল প্রতিযোগী আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। সম্মানিত বিচারক মণ্ডলীর রায়ই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
আরএম/