আওয়ার ইসলাম: বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর হাকিম এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত জানুয়ারি মাসে হাইকোর্টের সামনে পুলিশের গাড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনায় শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় তাকে আদালতে হাজির করে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এএইচএম তোয়াহা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি নেতা সোহেলকে রাজধানীর গুলশান গোলচত্বর থেকে আটক করে পুলিশ। পরে শাহবাগ থানার ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
বিএনপি নেতা সোহেলের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে অর্ধশতাধিক মামলা রয়েছে। এ জন্য দীর্ঘদিন আত্মগোপনেও ছিলেন তিনি। গত ১ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভায় বক্তব্য দেন সোহেল।
আরএম/