আবদুল্লাহ তামিম: সংসদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে এবারও রোহিঙ্গা সংকটের বিষয়টি তুলে ধরবেন তিনি।
সংসদে প্রশ্নোত্তর পর্বে বিকালে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার তাদের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে বাধ্য হবে।
অভিযোগ করেন, রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হলেও কার্যকর উদ্যোগ নেই মিনামারের। এ বিষয়ে বাংলাদেশ কূটনৈতিক ও দ্বিপক্ষীয় তৎপরতা চালিয়ে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা আশা করেন দ্রুত এ সমস্যার সমাধান হবে।
রোহিঙ্গাদের আগমনে রোগের সংক্রমণ, অস্ত্র ও মাদক পাচার এবং সন্ত্রাসবাদের ঝুঁকি বাড়ছে বলেও উল্লেখ করেন সংসদ নেতা।