আওয়ার ইসলাম: নাইজেরিয়ার মধ্য ও দক্ষিনাঞ্চলীয় ১০টি রাজ্য জুড়ে হওয়া ভয়াবহ বন্যায় অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির ‘ন্যাশনাল ইমারজেন্সী ম্যানেজমেন্ট এজেন্সি (নেমা)’।
সংস্থাটির মুখপাত্র সানি ডাট্টি জানান, ‘সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী দেশটিতে গত কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত দশটি রাজ্যে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে কয়েক শত লোক।’
প্রতি বছরই দেশটিতে এরকম বন্যা হয়ে থাকে। মূলত দূর্যোগ প্রতিরোধে দেশটির দূর্বল অবকাঠামো ও পরিকল্পনার অভাবের কারণই বন্যায় ক্ষয়-ক্ষতি ও প্রানহানির মূল কারণ।
তবে এ বছরের বন্যা ২০১২ সালের বন্যার পর সবচেয়ে ভয়াবহ। সানি আরও জানান, ‘দেশটির ৪টি রাজ্য কোগি, নাইজার, আনাম্ব্রা, ডেল্টায় ইতোমধ্যেই জরুরী অবস্থা জারী করা হয়েছে। বন্যায় নিখোঁজদের সন্ধানে ও ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনে স্থানীয় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছে।’
সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার
আরএম/