আবদুল্লাহ তামিম: নতুন স্বাদযুক্ত কোমল পানীয় আনতে যাচ্ছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান কোকাকোলা। ওই পানীয়তে মেশানো থাকবে গাঁজা। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কানাডার বিএনএন ব্লুমবার্গ টিভি চ্যানেলের তথ্যানুযায়ী, স্থানীয় উৎপাদক 'অরোরা ক্যানাবিস'-এর সঙ্গে গাঁজার স্বাদযুক্ত কোমল পানীয় উৎপাদনের বিষয়ে আলোচনা করছে কোকাকোলা।
গ্রাহকদের মাদকাসক্ত করতে নয়, তাদের শারীরিক যন্ত্রণা লাঘবই পানীয় প্রস্তুতকারীদের উদ্দেশ্য। এ বিষয়ে কোকাকোলা বলছে, তারা পর্যবেক্ষণ করে দেখছে- কোমল পানীয় তৈরির ক্ষেত্রে নন-সাইকোঅ্যাক্টিভ ক্যানাবিডিওল বা চিত্ত উত্তেজিত করে না এমন গাঁজাজাতীয় দ্রব্যের ব্যবহার কতটা জনপ্রিয়তা পাচ্ছে?
ক্যানাবিডিওল ক্যানাবিস গাঁজার একটি উপাদান, যা ব্যথা বা খিঁচুনির চিকিৎসার ক্ষেত্রে আরামদায়ক হতে পারে এবং এর কোনো চিত্ত উত্তেজক প্রভাব নেই।
বিশ্বখ্যাত 'করোনা' বিয়ার প্রস্তুতকারী সংস্থা কনস্টেলেশন ব্র্যান্ডস গাঁজা উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্যানোপি গ্রোথের ওপর ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
কোকাকোলা আর অরোরার অংশীদারিত্বের ফলে গাঁজার পানীয়ের বাজারে প্রথম নন-অ্যালকোহলিক পানীয় হিসেবে যাত্রা শুরু হবে কোকের।
নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার
এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার
এটি/আওয়ার ইসলাম