আওয়ার ইসলাম: একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৪১ দলের সমন্বয় স্বাধীন বাংলাদেশ যুক্তফ্রন্ট নামক আরেকটি জেfটের আত্মপ্রকাশ ঘটে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে ৪১ দলীয় ঐক্য জোট স্বাধীন বাংলাদেশ যুক্তফ্রন্ট যাত্রা শুরু করে। সভায় মুল প্রবন্ধ উপস্থাপনা করেন আহমেদ সাইফুর রহমান ছোটন।
এসময় বক্তারা বলেন, স্বাধীনতার ৪৬ বছর অতিবাহিত হওয়ার পরেও পাকিস্তানিদের চক্রান্ত থেমে নেই। আমরা গভীরভাবে লক্ষ্য করেছি যে মুহুর্তে বাঙালি জাতি সমগ্র বিশ্বের দরবারে উন্নত জাতি হিসাবে আত্মপ্রকাশ করার প্রয়াসে নিরলস পরিশ্রম করে যাচ্চ ঠিক সেইসময় দেশের কিছু প্রিপেইড বুদ্ধিজীবি দেশে বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে এই চক্রান্ত রুখে দেয়ার জন্য এই জোটের আত্মপ্রকাশ ।
জোটের অন্যতম দলগুলোর মধ্যে রয়েছে, আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ, রেডষ্টার পার্টি, কৃষক শ্রমিক পার্টি, বাংলাদেশ গনতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ জনতা ফ্রন্ট, গন সংগ্রাম পার্টি, বাংলাদেশ তৃনমুল কংগ্রেস, লিবারেল পার্টি, বাংলাদেশ তৃনমুল পার্টি, বাংলাদেশ প্রেমিক পার্টি, গনতান্ত্রিক ঐক্য, কৃষক প্রজা পার্টি, বাংলাদেশ প্রোগ্রেসিভ পার্টি, বাংলাদেশ আওয়ামী পার্টি, বাংলাদেশ সাধারণ পার্টি, বাংলাদেশ ডেভলেফম্যাট পার্টি, ডেমোক্রেটিভ প্রোগ্রেসিভ পার্টি, বাংলাদেশ ডেমোক্রটিভ পার্টি, সোনার বাংলা উন্নয়ন লীগ, বাংলাদেশ পঞ্চায়েত পার্টি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, ইসলামী গনতান্ত্রিক লীগ, ইউনিট ফর বাংলাদেশ, ডেমোক্রেটিভ পিপলস্ পার্টি, বাংলাদেশ জয়বাংলা লীগ, বাংলাদেশ জালালী পার্টি, মহিলা লীগ, জনতা পার্টি, বাংলাদেশ প্যান্টস পার্টি, মুক্তিযোদ্ধা জনতা লীগ, বাংলাদেশ স্বাধীন পার্টি, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ মানব বন্ধু ।
সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার
আরএম/