আওয়ার ইসলাম: সরকারি খরচ কমানোর লক্ষ্যে পাকিস্তানের মন্ত্রীদের জন্য বরাদ্দকৃত ১০২ গাড়ি আজ নিলামে উঠছে। ইমরান খান দেশটির ক্ষমতায় আসার পর পরই এ সিদ্ধান্ত নেন।
নিলামে তোলা গাড়িগুলোর মধ্যে রয়েছে, ৪ টি অত্যাধুনিক মার্সিডিজ, ৮ টি বুলেটপ্রুফ বিএম ডব্লিউ। এছাড়া ৭২ টি গাড়ি রয়েছ ১০ বছরের পুরনো। খবর জিওনিউজ
জানা যায়, প্রধানমন্ত্রী ইমরান খান নিজের দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য ২টি গাড়ি রেখে তার জন্য বরাদ্ধ বাকিগুলো বিক্রি করে দিচ্ছেন।
সবগাড়িই আজ একসঙ্গে নিলামে তোলা হচ্ছে। সবচেয়ে বেশি দাম যে বলবে তাদের কাছেই বিক্রি করা হবে গাড়িগুলো।
জিও নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, এ মুহূর্তে পাকিস্তানের মন্ত্রী পরিষদের ২০০টি গাড়ি রয়েছে। যার মধ্যে ১০২ টির নিলাম আজ অনুষ্ঠিত হবে। বাকি গাড়িগুলোও পর্যাক্রমে নিলামে তোলা হবে।
এ বিষয়ে সিনেটর ফয়সাল জাবেদ বলেন, সাধারণ মানুষ দেখুক তাদের টেক্সের টাকা কিভাবে গাড়ির পেছনে খরচ করা হয়েছে। এখন আমরা সেগুলোমুক্ত করতে চাই। আর সে টাকা জনগণের কাজে লাগাতে চাই।
জানা গেছে, নতুন প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের ব্যয় সঙ্কোচন ও দুর্নীতি প্রতিরোধের ওপর গুরত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর রোববার তিনি প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণে এসব বিষয় ক্লিয়ার করেছিলেন।
জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি ব্যয় সঙ্কোচনকে সবচেয়ে গুরুত্ব দেন। এতে প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা ও সরকারি চাকরিতে ব্যাপক সংস্কারের ঘোষণা দেন তিনি।
৭ম শতাব্দীতে মহানবী মুহাম্মদ সা. যে আদর্শের আলোকে মদীনা রাষ্ট্র গঠন করেছিলেন, সে অনুযায়ী পাকিস্তানকে একটি ‘ইসলামী কল্যাণ রাষ্ট্র’ গড়ে তোলার অঙ্গীকারও করেন তিনি।
মাদরাসা ম্যানেজমেন্ট নিয়ে বিপাকে? এলো আধুনিক পদ্ধতি
-আরআর