শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটি ঘোষণা উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই: ধর্ম উপদেষ্টা পাঠ্যপুস্তক সংশোধন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির দাবি হেফাজতে ইসলামের সিংগাইরে হেফাজতে ইসলামের গণসমাবেশ ২৯ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা হলে ‘হাত ভেঙে’ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘জুলাই বিপ্লবে আলেম-শিক্ষার্থীদের অবদান ও প্রত্যাশা’ নিয়ে আলোচনা সভা সোমবার সিলেটে অনুষ্ঠিত বিহানের ‘লেখালেখি ও এডিটিং কর্মশালা’ দেশে ফিরে কর্মফল ভোগ করুন, শেখ হাসিনাকে জামায়াতের আমির রাষ্ট্র সংস্কারে ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না: জাতীয় পরামর্শ সভা যাত্রাবাড়ীতে জাতীয় পরামর্শ সভায় গৃহীত হলো ৭ প্রস্তাব

খালেদা জিয়া কারামুক্ত না হলেও নির্বাচনে যাবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: দীর্ঘদিন ধরেই রাজনীতিতে বিষয়টি চলমান। বিএনপি খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে কিনা। দলটি বরাবরই এবিষয়ে নেতিবাচক মন্তব্য দিয়ে আসলেও সম্প্রতি এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে।

জানা গেছে, দলটির সিনিয়র একটি অংশ মনে করছে যেকোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দরকার। তা না হলে দলের জনপ্রিয়তায় প্রচুর ঘাটতি দেখা দেবে। সেটি হিতে বিপরীত হতে পারে। আর এ কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রয়োজনে কারাগারে রেখে হলেও নির্বাচনে যেতে হবে।

জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও এমন মত পোষণ করেন। আর গোপন সূত্রে জানা যাচ্ছে তিনি দলের মহাসচিবকে সব প্রতিকূলতা উপেক্ষা করে নির্বাচনে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন।

বিএনপি সময় অসময়

দলটির একাধিক সূত্র বলছে, লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন একাদশ জাতীয় নির্বাচন, নির্বাচনে অংশ নেওয়া এবং চলমান আন্দোলন সম্পর্কে আলোচনা হয়।

বৈঠকে যেকোনো মূল্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার নির্দেশনা দেন তারেক রহমান। নির্বাচনের আগে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তি না হলে প্রয়োজনে তাঁকে কারাগারে রেখেই নির্বাচন করার নির্দেশও দেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি রাখার জন্যও ওই বৈঠকে মির্জা ফখরুলকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিবের সঙ্গে বৈঠকের বিষয়েও তারেককে অবহিত করেন ফখরুল।

তারেক রহমান লন্ডনে অবস্থান করলেও তার নির্দেশনায় দল পরিচালিত হয়ে আসছে। তাই নির্বাচন নিয়ে তার বক্তব্যই চূড়ান্ত বলে মনে করে নেতারা।

বৈঠকে ২০ দলীয় জোটসহ উদারপন্থী দলগুলোর সঙ্গে ঐক্যের অগ্রগতি নিয়ে আলোচনায় হয়। যত দূর সম্ভব সমন্বয় করে ঐক্য গড়ার তাগিদ দেন তারেক রহমান। ঐক্য না হলে ২০ দলের সঙ্গে আসন ভাগাভাগি করে ৩০০ আসনে মনোনয়ন চূড়ান্ত করার নির্দেশও দেন তিনি।

নিউইয়র্ক, জাতিসংঘ ও লন্ডন ঘুরে রোববার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন বিএনপি মহাসচিব। তবে এখন পর্যন্ত সফর নিয়ে কোনো আনুষ্ঠানিক মতামত প্রকাশ করেননি তিনি।

গত ১৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুলসহ বিএনপির প্রতিনিধি দল। সেখান থেকে তিনি লন্ডন সফর করেন। তারেকের সঙ্গে বৈঠক শেষে ওই দিনই রাত ৮টায় এমিরেটস বিমানের একটি ফ্লাইটে বাংলাদেশের পথে রওনা হন তিনি।

আগামী নির্বাচন নিয়ে সফরটি বেশ গুরুত্বপূর্ণ ছিল দলটির জন্য।

ছাত্রলীগ ছাত্রদল নেতার অন্যরকম কুলাকুলি

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ