আওয়ার ইসলাম: কলকাতার বাগরি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ২টা ৩০ মিনিটের দিকে আগুন লাগে। দমকল ও পুলিশ সূত্র জানিয়েছে, দমকলের ৩০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। এখনও পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুনের জেরে ভেঙে পড়তে থাকে বাড়ির একাধিক কাচ। মাঝে মাঝে মার্কেটের ভিতর থেকে বিকট শব্দও শোনা যাচ্ছে। যদিও, আগুনের জেরে প্রাণহানির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। মেয়র জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরই আগুন লাগার প্রকৃত কারণ জানা সম্ভব।
ব্যবসায়ীরা জানিয়েছেন, মার্কেটের ভেতরে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। ছিল ওষুধ তৈরির রাসায়নিকও। দমকল কর্মীদের ধারণা, দাহ্য পদার্থ মজুত থাকার কারণেই পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। পূজার আগেই এ ধরনের আগুনে বড়সড় ক্ষতির মুখে রয়েছেন ব্যবসায়ীরা। প্রাথমিকভাবে, কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন
আরও পড়ুন: বিশ্ব ইজতেমা নিয়ে নতুন সিদ্ধান্তে কাকরাইল
আরএম