আবদুল্লাহ তামিম: আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ও পুলিশকে প্রশিক্ষণ দেবে পাকিস্তান। সম্পর্ক জোরদার ও সন্ত্রাসবাদ নির্মূলের অংশ হিসেবে দু‘দেশের মাঝে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশির আফগান সফরে প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে এক বৈঠকের পর দেশে ফিরে এ কথা জানিয়েছেন।
রোববার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, বৈঠকের দু’দেশের মাঝে সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারেও আলোচনা হয়েছে।
এ সফরে পররাষ্ট্রমন্ত্রী আফগান নেতাদের বার্তা দিয়েছন, পাকিস্তানের নতুন সরকার আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, ব্যবসা ও উন্নয়ন পরিকল্পনার অংশীদার হতে প্রস্তুত রয়েছে।
এ সফরে মাহমুদ কুরাইশি আফগান প্রেসিডেন্টকে পাকিস্তান সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন।
মাহমুদ কুরাইশি বলেন, আফগান শিক্ষার্থীদের স্কলারশীপও দেবে পাকিস্তান। প্রথম ধাপে ৬০০ শিক্ষার্থীকে ও দ্বিতীয় ধাপে ৩ হাজার শিক্ষার্থীকে স্কলারশীপ দেওয়া হবে।
এছাড়াও দুদেশ তাদের যৌথ চ্যালেঞ্জগুলো প্রতিরোধে একসঙ্গে কাজ করবেন বলেও সম্মত হয়েছে।
সূত্র: ডন নিউজ
আরএম/