আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ক্যারোলিনায় হারিকেন ফ্লোরেন্সের আঘাতে ক্ষতবিক্ষত হওয়া শেষ না হতেই বছরের সবচেয়ে শক্তিশালি টাইফুন 'ম্যাংখুত' আঘাত হেনেছে ফিলিপাইনে। ফিলিপাইনের উত্তর উপকূলীয় অঞ্চলে এখনো তাণ্ডব চালাচ্ছে ম্যাংখুত। খবর বিবিসির।
শনিবার স্থানীয় সময় সকালের দিকে আঘাত হানা শুরু করে ম্যাংখুত। ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে লুজন দ্বীপ। ঝড়ের কারণে ভেঙ্গে গেছে বাড়ি ঘর ও বিদ্যুতের খুঁটি। বিশাল এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ। উপকূলবর্তী এলাকায় জলোচ্ছাস দেখা দিয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চল বাগগাঁওতে ভূমিধসের সৃষ্টি হয়েছে।
চলতি বছরের সবচেয়ে শক্তিশালি এ সুপাই টাইফুনের কারণে ক্ষতির মুখে পড়েছে ৪০ লক্ষাধিক মানুষ। ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার, যা ঘণ্টায় ৩৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আবহাওয়াবিদেরা মনে করছেন।
শক্তিশালি এ ঝড়ের পূর্বাভাস পাওয়ার পর বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। এ্ররইমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে উদ্ধারকর্মীরা। বিভিন্ন এলাকায় ৪ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন